ভক্তদের হামলার শিকার পৃথ্বী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৭ PM, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

বর্তমানে ক্রিকেটে না থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন ভারতের ব্যাটার পৃথ্বী শ। অতিরিক্ত সেলফি তুলতে আপত্তি করায় তার ওপর হামলা চালিয়েছে কিছু ভক্ত! এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।’

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের শহরতলিতে। মুম্বাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘দুজনের আবদারে পৃথ্বী শ দ্বিতীয়বার সেলফি তুলতে না চাওয়ায় তার বন্ধুর গাড়িতে হামলার অপরাধে ৮ জনের বিরুদ্ধে ওশ্বিওয়ারা পুলিশ একটি মামলা দায়ের করেছে।

ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, রাতে পুলিশের উপস্থিতিতে পৃথ্বী শ রাস্তায় দাঁড়ানো। যে ব্যক্তি ভিডিওটি করছিলেন, তিনি দাবি করছেন শ এবং তার বন্ধু তাদের ওপর আক্রমণ করেছেন।’

ভারতের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। ৫ টেস্ট, ৬ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। যার শেষটি ছিল ২০২১ সালের জুলাই মাসে। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।’

আপনার মতামত লিখুন :