লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবির ভিত্তিতে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টিকারী আওয়ামী দুঃশাসনের অবসানে পদযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় করাব ইউনিয়ন বি,এন,পির আয়োজনে পদযাত্রা ও পথ সভা স্থানীয় বুল্লাবাজার এ অনুষ্ঠিত হয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের একটি পদযাত্রা বুল্লাবাজার এর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুল্লাবাজার চৌরাস্তায় এক পথ সভায় মিলিত হয়ে।
করাব ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএন,পির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মোতালেব খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মালু,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সাবাল,নুরুল আমিন চৌধুরী সহ নেতৃবৃন্দ।