চুনারুঘাটে ইসলামী ব্যাংক শাকির মোহাম্মদ বাজার এজেন্ট শাখা ৩য় বর্ষে পদার্পন
মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;
চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজার ইসলামি ব্যাংক এজেন্ট শাখার ৩য় বর্ষ উদযাপন উপলক্ষে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) ইসলামি ব্যাংক আউট লেট এজেন্ট শাখায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়েস্হা ইসলামী ব্যাংক শাখার ব্যবস্হাপক মোঃ আব্দুল আলীম।
শায়েস্হাগন্জ শাখার কর্মকর্তা মোঃ সালেক মিয়ার ও হোসেন মির্জার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, শানখলা ইউপি চেয়ারম্যান এডভোকেট মোঃ নজরুল ইসলাম, শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রইচ উল্লা,চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ ইকবাল মিয়া, বিংরাজ তালুকদার, সৈয়দ মাহফুজুর রহমান।
অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন শাকির মোহাম্মদ এজেন্ট ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাজাহান ফুল মিয়া,জমিয়ত উল্লা। অনুষ্ঠানে সকল বক্তাগন ইসলামি ব্যাংকের ভূয়সী প্রশংসা করে বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষের আস্তা ও বিশ্বাসের একটি প্রতিষ্ঠান।
এ ব্যাংকের মাধ্যমে মানুষ ইসলামী শরীয়াহ মোতাবেক লেনদেন করতে পারছে।ইসলামী ব্যাংকের আগামী অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে এমন শুভ প্রত্যাশা ব্যক্ত করেন বক্তাগন। শাকির মোহাম্মদ বাজার এজেন্ট শাখার সেরা গ্রাহকদের মাঝে পুরস্কিত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়াহিদুর রহমান নূরী।

