কারা পাচ্ছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল তিনটায় কালীগঞ্জ উপজেলা শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কমিটিতে কারা পাচ্ছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব । এই নিয়ে চলছে সংগঠনের তৃণমুল নেতাকর্মীদের মধ্যে আলাপ আলোচনা।
যোগ্য, কর্মঠ ও কর্মীবান্ধব নেতাদের হাতে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব তুলে দিতে চান দলীয় নীতিনির্ধারকরা। এছাড়া যারা বিগত দিনে সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরই মূল্যায়ন করা হবে বলে দলীয় নীতিনির্ধারক সূত্রে জানা যায়।
গত ৩১ শে অক্টোবর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছিলেন, বর্তমান নেতাকর্মীদের মাঝে স্বেচ্ছাসেবক লীগ নিয়ে কোনো উৎসাহ নেই। নেতাকর্মীরা জানেন না। যুবলীগের চাইতে গুরুত্বপূর্ণ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।
তিনি আরও বলেন, আমি ২০০৮ সালে এমপি নির্বাচনের পর সংগঠনের মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের কমিটি ছিল। দুইজনকে দিয়ে স্বেচ্ছাসেবক লীগের একটি আহবায়ক কমিটি করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা কমিটি গঠনে ব্যর্থ হন।
সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে ২০১৪ সালে ১১ মার্চ সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির নির্দেশনায় মো. রফিকুল ইসলাম সিজুকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। রফিকুল ইসলাম সিজু সংগঠনের দায়িত্ব পাওয়ার পর থেকে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপির নির্দেশনায় সংগঠনকে গতিশীল করার উদ্দেশে ৬ বছরের অধিক সময় ধরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে দলীয় কাজ করে যাচ্ছে।
এরই মধ্যে সিজুর নেতৃত্বে উপজেলার কালীগঞ্জ পৌর, ৭টি ইউনিয়নসহ প্রতিটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পরিশ্রম ও মেধার গুণে সংগঠনকে সুসংগঠিত করায় রফিকুল ইসলাম সিজু তার কর্মের মূল্যায়ন স্বরূপ সভাপতি পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল নেতাকর্মীরা অভিমত ব্যক্ত করেন।
সংগঠনের কয়েকজন নেতা জানান, কর্মঠ ও যোগ্যতার গুণে এর মধ্যে রফিকুল ইসলাম সিজু তৃণমূল নেতাকর্মীদের মাঝে পছন্দের নেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। সংগঠনের তৃণমূল পর্যায়ের বেশিভাগ নেতাকর্মীরা চান সিজুই যেন সভাপতির পদটি পান।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আর আমার অভিভাবক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির নেতৃত্বে সংগঠনের কাজ করে যাচ্ছি। সংগঠনের দায়িত্ব পাওয়ার পর থেকে চুমকি আপার দিকনির্দেশনায় এর মধ্যে উপজেলা ব্যতীত কালীগঞ্জ পৌর, ৭টি ইউনিয়নসহ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। দলের প্রয়োজনে তিনি আমাকে যেখানে রাখবে, আমি সেখানে থেকেই উনার নেতৃত্বে রাজনীতি করে যাবো।
এই প্রথম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আগামী শনিবার বিকেলে উপজেলা শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মেলনটি উদ্বোধন করবেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ও প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজু।

