লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতে শাহজালাল ও হাজী সুইটমিটকে জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৫ PM, ০৮ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

লাখাই (,হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে হোটেল শাহজালাল ও হাজী সুইটমিটকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় লাখাই উপজেলার বামৈ বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্টানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে লাখাই উপজেলার এক্সিকিউটিব ম্যাজিষ্ট্র্যাট ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

বামৈ বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫২ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও জন সাধারন বা সেবা গ্রহিতার জীবনমান বিপন্নের কারণ ও ওজনে কারচুপির অপরাধে অভিযুক্ত করে  ২  প্রতিষ্টানকে  ৬ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন লাখাই থানার পুলিশ ও স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম।

আপনার মতামত লিখুন :