গোবিন্দগঞ্জে শীতার্ত সাঁওতাল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাষ্ট্রচিন্তার উদ্যোগে তিন শতাধিক শীতার্ত সাঁওতাল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ইক্ষুখামারের আমবাগান এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে রাষ্ট্রচিন্তা রংপুর বিভগীয় সমন্বয়ক অধ্যাপক চিনু কবির প্রধান অতিথি হিসেবে শীতার্ত সাঁওতাল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রচিন্তা কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন অধ্যক্ষ ছামিউল আলম রাসু, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন গাইবান্ধা জেলা কমিটির সমন্বয়ক কনক সরকার, সাহেবগঞ্জ ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সহসভাপতি আজমল হোসেন, অর্থ সম্পাদক গণেশ মুরমু, প্রচার সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাফায়েল হাসদা, সহসাংগঠনিক সম্পাদক মিনহাজ ও মায়রা মুরমু প্রমুখ।

