গাইবান্ধায় সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সাত সদস্য গ্রেফতার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৯ PM, ০৫ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

সংঘবদ্ধ অটো রিকশা চোর ও ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার  করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। গতকাল শনিবার রাতে বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া অটো রিকশা  উদ্ধার করা হয়।

রোববার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বিষয়টি নিশ্চিত করেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান।

তিনি জানান, গ্রেফতারকৃত অটো রিকশা চোর চক্রের ৭ সদস্য দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় অটো চুরি ও ছিনতাই করে আসছিল। গত ১৭ জানুয়ারি গাইবান্ধা শহর থেকে অভিনব কায়দায়  দুটি অটো রিকশা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী অটো রিকশা দুটির মালিক।

ওই মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের  একাধিক মামলা রয়েছে। চক্রটি পাশের জেলা বগুড়া থেকে গাইবান্ধায় এসে  দীর্ঘদিন থেকে সংবদ্ধভাবে জেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃত আবুল কালাম, ইয়াসিন আলী, আব্দুল মান্নান, আব্দুল হান্নানের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায় ও শফিকুল ইসলামের বাড়ি বগুড়া সদর, শাহাদত হোসেনের বাড়ি গাবতলী উপজেলায় এবং আরেক সদস্য শহীদ আকন্দের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

আপনার মতামত লিখুন :