গোবিন্দগঞ্জে পয়ঃনিষ্কাশনের কুয়া খননকালে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৩ PM, ৩১ জানুয়ারী ২০২৩

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পয়নিষ্কাশনের কুয়া খুড়তে গিয়ে মাটি চাপায় শাহারুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু কাইয়াগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

শাহারুল ইসলাম ওই গ্রামের আজিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহারুল ইসলাম তার চাচার বাড়ীতে পয়নিষ্কাশনের কুয়া খনন করছিলেন। কুয়ার প্রায় ২০ ফুট খননও করা হয়। এসময় হঠাৎ মাটি ভেঙে শাহারুল ইসলামের ওপর পড়ে। এতে সে কুয়ার গভিরে আটকে যায়। পরিবারের লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে দুপুর সাড়ে ৩ টার দিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার অভিযান চালায়। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে শাহারুল ইসলামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় এলাকার শত শত লোকজন উদ্ধার হওয়া শাহারুল ইসলামকে দেখতে তার বাড়িতে ভিড় করে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :