গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর কনক হত্যার রহস্য উদ্ঘাটন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৭ PM, ২৩ জানুয়ারী ২০২৩

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর কনক প্রামানিককে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তিন বন্ধুর যোগসাজশে কনককে হত্যার করে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে তাঁরা। ১৮ ঘন্টার সাঁড়াশি অভিযানে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধারসহ তিন বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত কনক প্রামানিক (১৯) উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো- নিহত কনকের বন্ধু উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে হেলাল মিয়া (২২) ও তার ছোট ভাই দেলাল মিয়া (২০) এবং নিহত কনকের ছোট ভাই কবিরুল ইসলামের বন্ধূ ক্রোড়গাছা গ্রামের ফেরদৌস ম-লের ছেলে সৌরভ ম-ল (২০)।

সোমবার (২৩ জানুয়ারী) বেলা ১২টার দিকে এক প্রেস নোটের মাধ্যমে উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

সূত্র জানায়, লাশ উদ্ধারের পর পরই গাইবান্ধা পুলিশ সুপার মহোদয় ঘটনাটি অতিগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) গাইবান্ধা উদয় কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো, বুলবুল ইসলাম, এসআই জসিম উদ্দিন, এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই মো. আসাদুজ্জামান সহ সঙ্গীয়ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন। গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেনের সার্বিক দিক নির্দেশনায় উক্ত টিম গোবিন্দগঞ্জ থানা এলাকাসহ রংপুর মেট্রেপলিটন ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ১৮ ঘন্টার মধ্যেই অটো ইজিবাইক চালক কনক প্রামানিকের হত্যাকা-ের সহিত প্রত্যক্ষভাবে জড়িত ৩জনকে গ্রেপ্তার করে। পরে আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত অটো ইজিবাইকটি উদ্ধার করে।

প্রেস নোটে বলা হয়, নিখোঁজের ৬দিন পর ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার সিংড়া পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই লাশ কনকের বলে শনাক্ত করে।

নিহত কনকের বড়ভাই জাকিরুল ইসলাম জানান, তার ছোট ভাই কনক প্রামানিক এবার এসএসসি পাশ করেছে। পড়াশুনার পাশাপাশি অভাবের সংসারে জীবিকার তাগিদে গত প্রায় দেড় মাস আগে কিস্তিতে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা কেনে কনক। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে তার বন্ধুরা তাকে গোবিন্দগঞ্জ বন্দরের উদ্দেশ্যে নিয়ে যায়। এরপর রাতে আর বাড়ী ফেরেনি কনক। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে থানায় জিডিও করা হয়।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার সিংড়া পুকুর থেকে ভাসমান অবস্থায় কনক প্রামানিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তাকে মারপিটসহ গলাটিপে শ্বাসরোধ হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :