বাহুবলে খুরশেদা হেকিম বৃত্তি প্রদান ও ক্যাম্পাস উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৭ PM, ২১ জানুয়ারী ২০২৩

Spread the love

আজিজুল হক সানু,হবিগঞ্জ থেকে;

হবিগঞ্জের বাহুবলের মিরপুরে অবস্থিত সানশাইন মডেল হাই স্কুলের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১১টার দিকে কচুয়াদি গ্রামে স্থায়ী ক্যাম্পাস ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। স্কুল দাতা ও এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুলের সভাপতিত্বে ও সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল- নবীগঞ্জ আসনের এমপি গাজী শাহনওয়াজ মিলাদ,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রশিদপুর গ্যাস ফিল্ডের এমডি গোলাম রাব্বানী,সিলেট শিক্ষা বোর্ডের সেকশন অফিসার তাজুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন-  মুক্তিযোদ্ধা ফিরোজ আলী, সাইফুদ্দিন লিয়াকত, আশকর আলী, মাওলানা আব্দুল কাইয়ুম জাকি,পংকজ কান্তি গোপ টিটু,মুখলিছুর রহমান,পানেষ ভট্রাচার্য,আবু নাছের শাহীন,মিন্টু চন্দ্র দেব,আব্দুল মুছাব্বির শাহীন, নুরুল আমিন শাহজাহান, নুরুল ইসলাম নুর, নুরুল ইসলাম মনি,আজিজুল হক সানু,ডাঃ ইকবাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সম্মাননা,কৃতকার্যদের মাঝে নগদ অর্থ, সনদ,ম্যাগাজিন সহ ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন :