গোবিন্দগঞ্জে প্রতিবন্ধি উন্মুক্ত যাচাই-বাছাই অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গোবিন্দগঞ্জে প্রতিবন্ধি উন্মুক্ত যাচাই-বাছাই করণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
সমাজের পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে অর্থাৎ প্রতিবন্ধিদের মানউন্নয়নে বাংলাদেশ সরকার বিশেষ সুবিধা প্রদান ব্যবস্থা চালু করেছেন। মোবাইল নাম্বারের মাধ্যমে প্রত্যেকজন প্রতিবন্ধীকে মাসিক ভাতার ব্যবস্থা চালু করেছেন সরকার।
সাপমারা ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত ইউনিয়নের প্রতিবন্ধীদের উন্মুক্ত যাচাই-বাছাই করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম, ইউনয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান আবু তালেব প্রধান, মাহমুদ হাসান তুষার, আবুল কালাম আজাদ, রাজ্জাক মন্ডল ও মিনহাজ সরকার প্রমুখ।
কোন তদবির ছাড়া প্রতিবন্ধিদের এমন যাচাই-বাছাই প্রক্রিয়া করণে প্রতিবন্ধিগণ উক্ত কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

