হেদায়েতের মালিক এক মাত্র আল্লাহ, কোনো পীর নয়, চরমোনাই পীর

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ AM, ১৭ জানুয়ারী ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হেদায়েতের মালিক এক মাত্র আল্লাহ। কোনো পীর নয়, চরমোনাই পীর হযরত মাওঃ মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ কথা বলেন।

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) লাখাই উপজেলার সিংহগ্রাম আমীর হোসাইন কারীমিয়া মাদরাসার বার্ষিক মাহফিল ও হালকায়ে যিকির মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সকল ক্ষমতার মালিক এক মাত্র আল্লাহ। তিনি আরো বলেন উম্মতে মোহাম্মদীর সকল ঈমানদার আল্লাহ’র কোরআন ও নবী সঃ এর রেখে যাওয়া সুন্নাহ’র উপর যারা আখড়ে ধরে সে মতে নিজের জীবন পরিচালিত করবে সেই ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবে। সিংহগ্রাম আমীর হোসাইন কারীমিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করছিলেন।

উক্ত মাদরাসার মুহতামিম হযরত মাওঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সিংহগ্রাম আমীর হোসাইন কারীমিয়া মাদরাসার বার্ষিক মাহফিল সফল ভাবে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :