বেড়ায় ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫১ PM, ১২ জানুয়ারী ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিবেদক;

পাবনার বেড়া উপজেলায় ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন বেড়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা ভূমিহীন আন্দোলনের সভাপতি মাহাতাব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির, কার্যকরি সদস্য আব্দুল্লাহ আল হোসাইন ও পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোহাগ শেখ প্রমুখ।

বক্তারা বলেন, খাস জমি ভূমিহীনদের অধিকার। তাই কোনো টালবাহানা না করে খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :