ট্রলের শিকার হলেন কারিনা কাপুর
প্রকাশিত হয়েছেঃ ০২:০৫ PM, ৩০ সেপ্টেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সীমান্ত ছাড়িয়েছে। মার্কিন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করছেন বিশ্বের বিভিন্ন দেশের শত শত মানুষ। এ তালিকা থেকে বাদ যাননি তারকারাও। হলিউডের একঝাঁক তারকা সুর মিলিয়েছেন বর্ণবিরোধী আন্দোলনে। এদের মধ্যে টেলর সুইফট, রিয়ান্না, অ্যালিসিয়া কিজ, রেডিয়োহেড, কোল্ডপ্লে, কেলি রোল্যান্ড, বেস্টি বয়েজ শামিল হয়েছেন প্রতিবাদে। এ ছাড়া গল গ্যাডট, লিলি রেনহার্টও বুঝিয়ে দিয়েছেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।