সাদা পোশাকেও রঙীন, তার হাতেই সুদিন
ডিবিসি প্রতিবেদক;
ঢাকা টেস্টের চতুর্থ দিনটা যখন অনেকটা ম্যাড়ম্যাড়ে হওয়ার শঙ্কা ছিল, তখন খেলাটা জমা দিয়েছিল সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারের ১৯তম ফাইফার বা পাঁচ উইকেট তুলে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে।
চান্দিমালের-ম্যাথিউজের অপ্রতিরোধ্য জুটি ভাঙেন এবাদত। এরপর সাকিব ও এবাদতের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০.১ ওভারে নিজেদের শেষ ৫ উইকেট হারায় লঙ্কানরা।
এরপর আক্রমণের ধারাবাহিক বিক্রমকে কট বিহাইন্ড করে ফাইফার তুলে নেন সাকিব। শেষ পর্যন্ত সাকিব ৯৬ রানে ৫ উইকেট। ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টের পর এবারই প্রথম ফাইফার পেলেন সাকিব। সময়ের হিসেবে সাকিবের দুই ফাইফারের মধ্যে এটাই সবচেয়ে বড় বিরতি।

