দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, একই পরিবারের নিহত ৪
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশা আরোহী একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কালিতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও তিনজন।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত ইসহাকের স্ত্রী রেহেনা বেগম (৫৭), তার ছেলে আনিছুর রহমান (৩২), আনিছুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা (২৭) অপরজন, রাজিয়া সুলতানার ভাই গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাহিদ হোসেন (২২)।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. বাবুল বলেন, রংপুর থেকে বগুড়াগামী একটি পণ্যবাহি কাভার্ডভ্যান ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামকস্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে স্বজোরে ধাক্কায় দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় অটোরিকশার আরোহিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে জাহিদ মারা যান। উন্নত চিকিৎসার জন্য আনিছুর রহমান ও তার স্ত্রী রাজিয়া বেগমকে রংপুর রমেক হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনিছুর রহমান ও তার স্ত্রী রাজিয়া বেগম মারা যান। অপর দিকে, আনিছুর রহমানের মা রেহেনা বেগম চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে রাত ৮টার দিকে মারা যান।
তিনি আরও জানান, রাজিয়া বেগম কয়েকদিন পূর্বে সন্তান প্রসব করেন। সেই সন্তানকে ডাক্তার দেখিয়ে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি (ঢাকা-মেট্রো- ট- ১৫-৮৪২২) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

