মাস্ক পড়ায় উদ্বুদ্ধকরণে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
“মাস্ক পড়ি, করোনা ভাইরাস সংক্রমণে প্রতিরোধ গড়ি” শ্লোগানকে সামনে রেখে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক।
বুধবার (৩১ মার্চ) সকাল থেকে পৌরসভার মূলগাঁও এলাকা, উপজেলা পরিষদের আশেপাশে বিভিন্ন দোকান পাট এবং দলিল লেখকদের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭জনকে বিভিন্ন অংকের আর্থিক জরিমানা করা হয়। পরে উপজেলা কার্যালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে ৩জন সেবা প্রত্যাশিকে একই অপরাধে আর্থিক জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাস্ক নেই তো সেবাও নেই। যারা মাস্ক ছাড়া সেবা নিতে আসবেন তাদেরকে সেবা প্রদান করবেন না।
পরে একই আদালত মোটরযান আইনে লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র না থাকায় ৫ চালককে পাঁচশত টাকা করে আর্থিক জরিমানা করেন।

