সুদ মওকুফ সহ সরকারি প্রনোদণা চান পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা (বাপুস) সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১১টায় পৌরশহরের জাহানারা মার্কেটস্থ ২য় তলা অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মো. আনোয়ার হোসেন উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা (বাপুস) সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. সুমন কায়ছার, জেলা কার্যনির্বাহী সদস্য রাশেদ ইমরান তালুকদার, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক শাহজাহান আলী মাষ্টার, কোষাধ্যক্ষ মো. জিল্লুর রহমান মাষ্টার, সদস্য বাবু সঞ্জীব কুমার সরকার ও শাহনেওয়াজ পল্লব প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মহামারী করোনার কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন সরকার। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেচা-বিক্রি নেই। ফলে দোকান ভাড়া, দোকানের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম ক্ষেতে হচ্ছে, অপরদিকে ব্যাংকের সুদের চাপ। সব মিলিয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে আমাদের।
বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের ব্যাংকের সুদ মওকুফসহ সরকারি প্রনোদণা চাই। নয়তো আমাদের ছেলে-মেয়েদের নিয়ে পথে বসতে হবে।
এরআগে সমিতির প্রয়াত সদস্য মাওলানা সাইফুল ইসলাম মাষ্টারের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শেষে গাইবান্ধা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কল্যাণ তহবিল থেকে উপজেলার বাগদা বাজার আদর্শ লাইব্রেরির প্রোপাইটর প্রয়াত সাইফুল ইসলাম মাষ্টারের ছেলে তৌহিদকে অনুদানের ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

