গোবিন্দগঞ্জে নবাগত ইউএনওর যোগদান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৬ PM, ১৬ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ যোগদান করেছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়িত্বরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন আনুষ্ঠানিকভাবে নবাগত ইউএনওকে তার দায়িত্ব বুঝে দেন। অপরদিকে, নবাগত ইউএনও প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম জুয়েল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার দে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক সহ আরও অনেকে।

নবাগত ইউএনও আবু সাঈদ রংপুর সদরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোবিন্দগঞ্জে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মনকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বদলী করা হয়।

আপনার মতামত লিখুন :