লাখাইয়ে কালাউক বাজারে দোকান ঘর আগুনে পুড়ে ছাই
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই কালাউক সড়ক বাজারে একটি দোকান ঘর আগুনে পুড়ে ছাই। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষ্যাধিক টাকার মালামাল।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা কালাউক সড়ক বাজারে ভাদিকারা গ্রামের মৃত মহরম আলীর ছেলে আলীমুল দীর্ঘদিন যাবত মনোহারি ব্যবসা করে আসছিলেন।
সোমবার (১৪ নভেম্বর) দিবাগত অনুমান ৩টার সময় ঐ দোকানে আগুন এই আগুনের লেলিহান শিকা দেখে ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা এসে আগুন নিভানোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানে আগুনের সংবাদ পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে তিনটায় আসে। ফায়ার সার্ভিসের দল আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আনে মাদ্রাসার ছাত্ররা।
তবে আগুন লাগার উৎস কোথায় থেকে তা জানা যায়নি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে সংবাদ পেয়ে দোকানের মালিক আলীমুল জ্ঞান হারিয়ে ফেললে তাকে তাৎক্ষনিক বামৈ উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যায়। সে এখনও হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীরা আগুনের বিষয়টি নিয়ে হতভম্ব ও বিচলিত হয়ে পড়েছে।

