লাখাইয়ে গাঁজা সহ আটক ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৬ AM, ১০ জুলাই ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে গাঁজা সহ আলজার মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায় সিলেট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক মীরারানী দেবী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সহ একটি টিম রোববার (৯ জুলাই) লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মোঃ মাজু মিয়ার ছেলে আলজার মিয়া(৪১) এর বাড়ীতে বিকাল সাড়ে ৪ টায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ আসামীকে আটক করে। গাঁজার মূল্য ২০ হাজার টাকা।

এ ঘটনায় হবিগঞ্জ জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে ৩৬ (১) সারণিক ১৯ (ক) ধারায় লাখাই থানায়  মামলা দায়ের করা হয়েছে।

আটক আসামীকে সোমবার (১০ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক আইনে মামলা ও আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :