DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৭ PM, ৩০ মে ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলার ৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণী সভায় বক্তব্যে তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় ক্ষমতায় আনার জন্য ও জনগনের এবং দেশের  উন্নয়ন বজায় রাখার জন্য উপস্থিত ব্যাক্তিদের প্রতি আহবান জানান।

গতকাল মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩ ঘটিকায় লাখাই উপজেলার অডিটোরিয়াম হলে লাখাই উপজেলার ৩৮ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে কালে উপরোক্ত কথা বলেন। ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সুভাষ আচার্যের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম , মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

ল্যাপটপ বিতরণী সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন কাবেরী দাশ। পরিশেষে ৩৮ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন অতিথি বৃন্দ।

আপনার মতামত লিখুন :