DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৮ PM, ০৬ এপ্রিল ২০২৩

Spread the love
স্টাফ রিপোর্টার; হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শামস উদ্দীন খাঁন জেলার ফাঁড়ি/ তদন্ত কেন্দ্রের  শ্রেষ্ঠ ইনচার্জ হিসাবে মনোনীত হয়েছেন।
৬ এপ্রিল বৃহস্পতিবার  দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ কনফারেন্স হল রুমে পুলিশ সুপার এস,এম, মুরাদ আলী, এঁর সভাপতিত্বে মার্চ ২০২৩ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আসামী গ্রেফতার, মামলা তদন্তে সফল সহ সকল  দায়িত্বশীল ভালো কাজের জন্য পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার ফাঁড়ি/ তদন্ত কেন্দ্রের শ্রেষ্ঠ ইনচার্জ  চৌকস পুলিশ অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শামস উদ্দীন খাঁন নির্বাচিত হলেন, তিনি নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে নিয়োজিত রয়েছেন।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস,এম মুরাদ আলী কর্তৃক ইনচার্জ মোঃ শামস উদ্দীন খাঁন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জানা গেছে, মোঃ শামস উদ্দীন খাঁন নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসাবে যোগদানের পর থেকে আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি শুরু হয়েছে।
বাল্য বিবাহ, মাদক, মারামারি, মামলা মোকাদ্দমা কমে গেছে। এছাড়াও তার বলিষ্ঠ আর দৃঢ় নেতৃত্বে অত্র এলাকার  সার্বিক আইন শৃংখলা পরস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলেও সুশীল সমাজ মনে করেন। যে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে সদা তৎপর থাকেন তিনি।
এ বিষয়ে মোঃ শামস উদ্দীন খাঁন  ইনচার্জ  বলেন, আমি সরকারি নির্দেশনা মেনে সকল দায়িত্ব সঠিক ভাবে পালনের চেষ্টা করি। সেই সাথে এলাকার শান্তি শৃংখলা যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি।
সকল অপরাধ দমনে আমি সর্বদাই প্রস্তুত থাকি। তিনি সকলের নিকট দোয়া / আশির্বাদ কামনা করে সবাইকে অগ্রীম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান৷

আপনার মতামত লিখুন :