৮৩ কেজি ওজনের মূল্যবান কালো বিষ্ণুমূর্তি উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৩ PM, ১৭ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রাম থেকে ৮৩ কেজি ওজনের মূল্যবান একটি কালো বিষ্ণুমূতি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মূর্তিটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শাখাহার ইউনিয়নের আলীগ্রামে পবনা পুকুর নামক একটি সরকারি পুকুর খননের সময় কালো এই মূর্তিটি পাওয়া যায়। এসময় পুকুরের পাহারাদার আলীগ্রামের শৈলেন চন্দ্রের ছেলে ভোলা চন্দ্র মূর্তিটি মূল্যবান ভেবে একই গ্রামের আমিরুল ইসলামের বাড়ি নিয়ে মাটিতে পুতে রাখে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই মূর্তিটি উদ্ধার করে থানার নিয়ে আসে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির ওজন ৮৩ কেজি। মূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে দেওয়া হবে। ধারনা করা হচ্ছে মূর্তিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা।

আপনার মতামত লিখুন :