৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৫ PM, ০৬ ডিসেম্বর ২০২৫

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

৭ ডিসেম্বর রোববার গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। এ দিনে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে।

তাদের আগমনের সংবাদ পেয়ে গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়।

এর আগের দিন বিকেলে বাংলাদেশ-ভারতের যৌথ বাহিনীর বিমান গাইবান্ধা রেলষ্টেশনের উত্তর পাশে বোমা ফেলে।

রোববার এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

আপনার মতামত লিখুন :