৫০ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবি
স্টাফ রিপোর্টার;
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ৫০ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।
মানব বন্ধন থেকে প্রধানত তিনটি দাবি উত্থাপন করা হয়: জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানতের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা। স্বতন্ত্র প্রার্থীর জন্য আগাম ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাতিল করা। অবিলম্বে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর নিবন্ধন প্রদান নিশ্চিত করা।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, আমরা ভেবেছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বপ্ন বাস্তবায়িত হবে। কিন্তু এত ত্যাগের পরেও সাধারণ মানুষের কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি।
কৃষকরা ফসল উৎপাদন করলেও তার ন্যায্যমূল্য পান না। এর আগেও আমরা বিভিন্ন দাবি করেছি কিন্তু তা বাস্তবায়ন হয়নি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে ছিলাম স্থানীয় জনপ্রতিনিধি না থাকা