হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে দেবর-ভাবি; পুলিশের হাতে দুজন ধরা
ডিবিসি প্রতিবেদক;
শালিকা-দুলাভাই ও দেবর-ভাবির মধ্যকার সম্পর্ক গুলো আমাদের সমাজে সবচেয়ে মধুর। তবে সেই মধুর সম্পর্ক মাঝে মাঝে ভয়ঙ্কর রুপ ধারণ করে। নতুন খবর হচ্ছে, সুনামগঞ্জের দোয়ারা বাজারের উৎস হোটেলে সন্দেহজনকভাবে অবস্থান করাকালীন দেবর ও ভাবিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার (৯ জানুয়ারি) সকালে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দোয়ারা বাজারে উৎস হোটেলের ২য় তলার ৪নং কক্ষটি ভাড়া নেয়। কিছুক্ষণ পরেই তাদের আচার আচরণে সন্দেহজনক হলে বিষয়টি হোটেলের অন্যান্য কর্মচারীসহ স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

