হাটে অতিরিক্ত টোল আদায় প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি। এছাড়া সমাবেশে জমি অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধি ও যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
সোমবার (১৯ জুন) বিকেল ৪টায় দারিয়াপুর বাজারের চারমাথায় কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সদস্য ময়নুল কবীর মন্ডল, সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা সদর উপজেলার অন্যতম বড় এই হাটে ইজারাদার সর্বক্ষেত্রে অতিরিক্ত টোল আদায় করছে এবং হাটে আসা সাধারণ ক্রেতা বিক্রেতারা নানা ধরণের হয়রানির শিকার হচ্ছে। তারা হাটের গুরুত্বপূর্ণ স্থানে টোল চার্ট টাঙ্গানোর দাবি জানান।
তারা আরো বলেন, স্বাধীনতার পর ৫২ বছরে এই হাট থেকে শতকোটি টাকা রাজস্ব আদায় হলেও উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি, এই হাটের জায়গা মাত্র ৩৪শতাংশ। হাট বসে রাস্তায় ও ব্যক্তিমালিকানাধীন জায়গায়। এতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। জমি অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধি ও যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দর প্রদক্ষিণ করে।

