হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা-সর্বত্র” এই স্লোগানে বগুড়া রিজিয়ন গোবিন্দগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২২ উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে শনিবার সকাল ১১টায় থানা চত্বরে এ আলোচনা সভা করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) হরেশ্বর রায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু।
এছাড়াও বক্তব্য দেন, উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌকির হাসান রচি, গোবিন্দগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি বিশ্বজিৎ বিশু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সড়ক সম্পাদক সাইফুল ইসলাম ও কামারদহ ইউপি সদস্য মিন্টু মিয়া প্রমুখ।

