হবিগঞ্জে হুফফাজুল কোরআন প্রতিযোগীতা ৩০ নির্বাচিত
আজিজুল হক সানু, হবিগঞ্জ;
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন হবিগঞ্জের বাহুবল শাখার উদ্যোগে ২৭তম জাতীয় হিফফুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দিকে বাহুবল কাসিমুল উলুম কওমী মাদরাসা মাঠে সম্পন্ন করা হয়। উপজেলার ২১টি মাদরাসা থেকে ১৬৯জন শিক্ষার্থী অংশ নেন এবং ৩০জন ছাত্রকে জেলা প্রতিযোগীয় অংশ গ্রহনের জন্য নির্বাচিত করা হয়।
আগামী ২১ডিসেম্বর উমেদনগর টাইটেল মাদরাসা প্রতিযোগীতা অংশ গ্রহন করবে। হাফেজ কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি হাফেজ হারুনুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও বাহুবল কাসিমুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান। এছাড়া বিভিন্ন মাদরাসার শিক্ষক, বিচারক মণ্ডলীগণ বক্তব্য রাখেন।

