হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলছে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৫ PM, ৩০ জুলাই ২০২২

Spread the love

আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারের মৃত্যুের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার ৩০ জুলাই,ভোর ৫টার দিকে সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রড বোঝাই টাটা পরিবহণ (ঢাকা মেট্রো -উ-১৪-২৩৬৪) এর চাকা পরিবর্ত করতেছিল। এমতাবস্থায়, পেছনদিক থেকে আসা অপর একটি টাটা গাড়ী সামনের গাড়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক লিটন শেখ (৫৫) প্রাণ হারান।

নিহত লিটন শেখ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাহী মহল্লার মোঃ আলী শেখের পুত্র।

এদিকে,  পেছন দিক থেকে ধাক্কা দেওয়া অপর গাড়ীর হেলপার নিহত আব্দুল্লাহ আল নাদিম (১৮)। সে ময়মনসিংহ জেলার সদর থানার সাথিয়াপাড়া গ্রামের ছাদিকুল ইসলামের পুত্র।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :