হবিগঞ্জে শ্রমিক আন্দোলনের দিনব্যাপী কর্মশালা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৬ PM, ২২ সেপ্টেম্বর ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলায় দিনব্যাপী দায়ীত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ২২ সেপ্টেম্বর  হবিগঞ্জ রাজনগর দলীয় কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় হতে দিনব্যাপী দায়ীত্বশীল কর্মশালায় ইসলামী শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শামছুল আলম সাজু এর সভাপতিত্বে ও মাওলানা শেখ শামছুল আলম এর সঞ্চালনায় সভায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ এম রফিকুল ইসলাম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়ীত্বশীলদের কে দলীয় ও সাংগঠনিক বিষয়াবলির উপর বক্তব্য রাখেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোকান ও প্রতিষ্টান কেন্দ্রীয় উপ-কমিটি সাংগঠনিক সম্পাদক এম এ ওয়াহেদ।

আরো বক্তব্য রাখেন মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাজী আহাম্মদ আলী সহ জেলা ও উপজেলার বিভিন্ন দায়ীত্বশীল বৃন্দ।

কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দোয়া পরিচালনা করেন মাওঃ জোবায়ের আহমেদ। কর্মশালা শেষে সমাপ্ত ঘোষণা করেন সভাপতি শামছুল আলম সাজু।

আপনার মতামত লিখুন :