হবিগঞ্জে শ্যাওলায় পিছলে পা ভাঙল জাপা নেতার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৫ PM, ০৭ অগাস্ট ২০২২

Spread the love

আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;

হবিগঞ্জের বাহুবল তহসিল অফিসে কাজ করাতে গিয়ে শ্যাওলায় পিছলে বাম পা ভাঙল  বাহুবল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি’র সভাপতি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি এম এ জলিল তালুকদারের।

গত মঙ্গলবার, ২ আগষ্ট, দুপুরবেলা বাহুবল তহসিল অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ওই নেতা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এম এ জলিল তালুকদার ও প্রত্যক্ষদর্শী বলেন, বাহুবল উপজেলা সদরস্থ তহসিল অফিসে রিক্সা যোগে কাজে যাচ্ছিলেন। অফিসের সামনে রিক্সা থেকে নেমেই শ্যাওলায় পা বাড়ালে পা পিছলে বাম পা ভেঙে যায়।
অনেকেই জানান, অফিসের সামনে প্রতিনিয়তই পানি জমাট হয়ে শ্যাওলার সৃষ্টি হয়। এসব শ্যাওলায় আরও বড় ধরনের দুর্ঘটনার আশংকা করা হচ্ছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

আপনার মতামত লিখুন :