হবিগঞ্জে মেহদি মাখা নববধূ’র লাশ উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৭ PM, ৩১ ডিসেম্বর ২০২২

Spread the love

আজিজুল হক সানু, হবিগঞ্জ;

হবিগঞ্জের বাহুবলে হাতের মেহদি মুছতে না মুছতেই ঘরের তীরের সাথে উড়না পেছানো নববধূ’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে। জানা যায়, উপজেলার ওই গ্রামের মজনু মিয়ার মেয়ে ইভা খাতুন (১৮) কে পাশের গ্রামের মানিকা গ্রামের সোনাহর মিয়ার পুত্র শারজান মিয়ার সাথে গত ১ সপ্তাহ আগে অনানুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর ইভা পিতার বাড়িতেই থাকতো।

আজ শনিবার বেলা ১২টা পর্যন্ড ইভার ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনেরা দরজা ভেঙে দেখতে পান, ঘরের তিরের সাথে উড়না পেছানো।

খবরটি বাহুবল মডেল থানা পুলিশকে অবগত করা হলে ওসি তদন্ত প্রজিত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

আপনার মতামত লিখুন :