হবিগঞ্জে বালিকা বিদ্যালয়ে ছাত্রীকে শাস্তির ঘটনায় আর যেন কোন ঘটনা না ঘটে; এস পি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৬ PM, ০১ অগাস্ট ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে স্কুল ড্রেস পরিধান করে স্কুলে না আসায় শিক্ষিকা কর্তৃক অযৌক্তিক শাস্তি প্রদানের ঘটনায় পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের মতবিনিময়।
আজ ০১-০৮-২০২২খ্রি. (সোমবার) অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার  এস এম মুরাদ আলি মহোদয় গত ২৮/০৭/২০২২ খ্রিঃ তারিখ হবিগঞ্জ শহরের “হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর স্কুল ড্রেস পরিধান করে স্কুলে না আসায় শিক্ষিকা কর্তৃক অযৌক্তিক শাস্তিপ্রদানের ঘটনায় উক্ত বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
পরে দুপুর ১২:৩০ ঘটিকার সময় পুলিশ সুপার মহোদয় হবিগঞ্জ জেলা উলামা কেরামের সম্মানিত সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন পোস্ট বা বক্তব্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
তাছাড়াও এ ঘটনা নিয়ে যেন কোন ধরনের আইনশৃংখলার অবনতি না হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের গুজব বা অপতৎপরতা কেউ চালাতে না পারে সে দিকে লক্ষ্য রাখার আহবান জানান।
তিনি আরো জানান, ইতোমধ্যে উক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃক প্রশাসনিক ব্যবস্থা গৃহীত হয়েছে। উক্ত ঘটনা তদন্তের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ বিষয়ে সম্মানিত আলেম উলামাবৃন্দ এ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় এ ব্যাপারে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান,ডি ডি এন এস আই আজমূল হোসেন,  শাহ জহরুল হোসেন, এনডিসি, হবিগঞ্জ, প্রধান শিক্ষক, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ, হবিগঞ্জ জেলা উলামা কেরাম এর সম্মানিত সদস্যগণ, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ ও প্রিয় ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :