হবিগঞ্জে বজ্রপাতে বৃদ্ধ নিহত- কলেজ ছাত্রের লাশ উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২২ PM, ০৩ জুন ২০২২

Spread the love
আজিজুল হক সানু,হবিগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাানিউমদা ইউনিয়নে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহ’র ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকায় গরু চড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন,স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
এদিকে, নবীগঞ্জের পৌর এলাকার কানাইপুর গ্রামে কলেজ ছাত্র বিপ্লব ঘোষ (১৮)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন বিপ্লব ঘোষের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। বিপ্লব ঘোষ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের বিধু ভূষন ঘোষের পুত্র। সে নবীগঞ্জ সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র।
এ ব্যাপারে এস আই আবু সাঈদ জানান, নিজ বসত ঘরে তীরের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দোয়া মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :