হবিগঞ্জে দুই ফরেস্ট গার্ডের বিরুদ্ধে আসামিদের হয়রানীর অভিযোগ
স্টাফ রিপোর্টার;
হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন মামলার পরিচালক দুই ফরেস্ট গার্ডের বিরুদ্ধে উৎকোচ না দেওয়ায় ইচ্ছাকৃতভাবে অফিসে ৫ ঘন্টা আটকে রেখে আদালতে হাজির করার অভিযোগ পাওয়া গেছে।
শুধু তা-ই নয়, তাদের স্বার্থরক্ষার ফাঁদে পড়ে ৭ নিরীহ ব্যক্তিকে ৩দিন কারাভোগ করতে হয়েছে।
এমন অভিযোগ এনে নবীগঞ্জের পানিউমদা গ্রামের মোজাম্মেল মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে সিলেট বিভাগীয় বন কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন এবং ঢাকা প্রধান বন সংরক্ষণ,হবিগঞ্জ জেলা প্রশাসক, জেলা সহকারী বন সংরক্ষণ,শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে অনুলিপি প্রদান করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জের চীফ জিডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন মামলা পরিচালক কার্যালয়ে শুভময় বিশ্বাস ও আব্দুল মালেক নামে দুই ফরেস্ট গার্ড দায়িত্বে রয়েছেন। তারা বিভিন্নভাবে আটক করা ব্যক্তিদের নানাভাবে হয়রানী করে চলেছেন।
অভিযোগে প্রকাশ, গত ২৯ মার্চ রাত ১০টার দিকে বাহুবলের ফয়জাবাদ হিলসের আলীয়াছড়া খাসিয়াপুনজি হতে ডায়না ভর্তি বাঁশ ভাড়া হিসেবে মিরপুরের দিকে তিনি রওয়ানা হন। এরইমাঝে ওই রাতের ২টার দিকে মিরপুর বাজারে র্যাবের একটি দল মোজাম্মেল সহ ৬ শ্রমিক ও গাড়ী আটকিয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে সমঝিয়ে দেওয়ার পর রেঞ্জ কর্তা আটককৃত ৭জনকে পরদিন সকাল ১১টার দিকে বন মামলা পরিচালক কার্যালয়ে সোপর্দ করেন। কিন্তু শুভময় বিশ্বাস ও আব্দুল মালেক তাদের সাথে যথাসময় আদালতে হাজিরের শর্তে দরকষাকষি শুরু করেন।
তা না দেওয়ায় আদালত চলমান থাকা সত্বেও হাজির না করে আদালতের কাজ বন্ধ করার ৫ ঘন্টা পর তাদের আদালতে হাজির করা হয়েছে বলে অভিযোগে দাবী করা হয়েছে।

