হবিগঞ্জে চা বাগান শ্রমিক নেতাদের নিয়ে সমাজসেবা কর্মকর্তার মতবিনিময়
আজিজুল হক সানু, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বাহুবলে চা বাগান শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা সমাজসবা কর্মকর্তা কাওছার মাহমুদ।
আজ বিকেলে কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল চা বাগান সভাপতিবৃন্দ অংশ গ্রহন করেন।
মতবিনিময় সভায় কার্যক্রম-বাস্তবায়ন নিয়ে আলোচনাকালে সমাজসেবা কর্মকর্তা বলেন,চা শিল্প বাংলাদেশের অন্যতম এক বৃহৎ শিল্প। জাতীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের চা উৎপাদনের পরিমাণ বছরে প্রায় ৯৬.০৭ মিলিয়ন কেজি এবং এখান থেকে চা রপ্তানি করা হয় ২৫টি দেশে।
এই চা উৎপাদনের যারা সরাসরি জড়িত তারাই চা-শ্রমিক। তাদের প্রতি সদয় আচরণ ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া পরিবার, সমাজ, রাষ্ট্র, সকলের দায়িত্ব। অবহেলিত ও অনগ্রসর এ জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ, তাদের সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণ, পারিবারিক ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম’ গ্রহণ করেছে।
তারই অংশ হিসেবে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেবা প্রদান করা হয়ে থাকে।

