হবিগঞ্জের বাহুবল- নবীগঞ্জ এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য সংসদে কথা বলতে চান- হবিগঞ্জ-১ আসনের সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এতে বাহুবল ও নবীগঞ্জ নির্বাচনী আসনের বিভিন্ন হাট-বাজার,গ্রাম ও শহর চষে বেড়াচ্ছেন তিনি। যেখানেই আগমন করছেন সেখানেই মানুষের ভালবাসার সিক্ত হয়ে উঠছেন। মুহূর্তে জমে উঠে নারী-পুরুষের ঢল। ব্যতিক্রমী প্রচারণা দিন দিন জনসমর্থন বেড়ে উঠছে বলে অনেকেই ধারণা করছেন।
শুধু তাই নয়, স্পষ্টবাদী এই নেত্রীর সাবেক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন এবং এরকম একজন উদীয়মান সৎ নিষ্ঠাবান আদর্শ নেত্রীকে অনেকেই খুবই প্রয়োজন মনে করছেন এবং অতীতের কর্মকান্ড আজও মানুষের অন্তরে বিরাজ করছে। প্রতিনিয়ত বাসাবাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠান ও হাটবাজারেও মুখরিত করে তুলছেন।
জানা যায়, গত আজ নবীগঞ্জের পানিউমদা ইউনিয়ন পরিষদে,গত বৃহস্পতিবার বাহুবলের তকিয়া,ইসলামপুর,ভাদেশ্বর,রাজাপুর,রশিদপুর, নন্দনপুর, কামাইছড়া গ্রাম ও হাটবাজারেও প্রচারণা চালানোর খবর পাওয়া গেছে।