হবিগঞ্জে এসিল্যান্ড রুহুল আমিনের সহায়তায় টাকা ফেরত পেলেন কৃষক
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবলে অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগে ১ সার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মিরপুর বাজারে মেসার্স পদ্মা এন্টারপ্রাইজের পরিচালক মোঃ নোমান মিয়াকে এ জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের পরিচালিত অভিযানে ইউরিয়া, টি এস পি, এম ও পি, ডেপ বিক্রয়ের সময় প্রতি কেজিতে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৬/৭ টাকা এবং প্রতি বস্তায় প্রায় ৪০০ টাকা বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আওতায় ৩০,০০০( ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও কৃষকের নিকট হতে নেওয়া অতিরিক্ত ১০৯০ টাকা ফিরিয়ে কৃষকের হাতে তুলে দেওয়া হয়।

