হবিগঞ্জে ইসলামী আন্দোলন সভাপতির ডিবিসি’র সাক্ষাৎকার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৮ PM, ১০ সেপ্টেম্বর ২০২৩

Spread the love
লাখাই সংবাদদাতা; হবিগঞ্জ জেলার ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেলের ডিবিসির সাক্ষাৎকার।
আজ রবিবার (১০ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ শহরের রাজনগরস্থ ডিবিসি টিবির সাক্ষাৎকারে বলেন আমি হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ সংসদীয় এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য আমাকে মনোনয়ন দিতে পারে।
আপনার দল কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না জানতে চাইলে তিনি বলেন জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিলে অবশ্যই আমরা নির্বাচন করব। আপনারা ক্ষমতায় গেলে জনগনের জন্য কি করবেন জানতে চাইলে তিনি জানান বাংলাদেশের জনগনের শান্তি ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উপহার দিব।
তিনি আরো বলেন এ দেশে থাকবে না সাম্প্রদায়িকতা, থাকবে না হানাহানি, মারামারি। সাক্ষাৎকার কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা সহ জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :