হবিগঞ্জের বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুর, সম্পাদক মজিদ
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবল মডেল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নূরুল ইসলাম নূর ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ শেখ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী প্রত্যাহারের শেষ দিন সোমবার (২৫ জুলাই) সকল পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিয়তায় নির্বাচিত ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক ইসলাম মনি ও যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুল আমীন এবং এম. সাজিদুর রহমানের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল ও ফয়সল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শামিম ও সামিউল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক আজিজুল হক সেলিম, প্রচার সম্পাদক ইসমাইল মাহমুদ ফিরোজ, সাহিত্য ও প্রকাশণা সম্পাদক এম. সেলিম আহমদ আখনজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও মইনুল ইসলাম।
আহ্বায়ক কমিটি গত ১৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ২২ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২৩ জুলাই যাচাই-বাছাই ও ২৫ জুলাই প্রত্যাহারের শেষ দিন ছিল।

