হবিগঞ্জের বটি’র তাড়া খেয়ে পালালেন এনজিওর ম্যানেজার
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি; হবিগঞ্জের বাহুবলে কিস্তির টাকা আদায় করতে গিয়ে বটি’র তাড়া খেয়ে পালিয়ে গেলেন রেজাউল করিম।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাহুবলের ইসলামাবাদ সফিক মিয়ার বাড়িতে।
জানা যায়, ওই গ্রামের সফিক মিয়ার স্ত্রী মিনারা খাতুন টিএমএসএস বাহুবল শাখা হতে ১লক্ষ ৫০ হাজার টাকা ঋন নিয়েছিলেন। এতে দুই মাসে প্রায় ৩০ হাজার টাকা আটকে যাওয়ায় ম্যানেজার রেজাউল করিম সহ একদল লোক ওই মহিলার বাড়িতে যান।
এমতাবস্থায় সফিক মিয়ার পুত্র সুয়েব মিয়া একটি বটি দা নিয়ে তাড়া করলে ম্যানেজার সহ সহকর্মীরা পালিয়ে যান। ম্যানেজার রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষে অবগত ও থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবী করেন।

