হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী গ্রেফতার করেছে র‍্যাব

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৩ PM, ৩১ মার্চ ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিন সীচা (গাছবাড়ী) সাকিনস্থ সোহেল রানা (২৩) হত্যা মামলার অন্যতম এজাহার ভুক্ত আসামী মোঃ আব্দুল খালেক (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার বিকালে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের উত্তর শ্রীপুর (গাছবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা (২৩) হত্যা মামলার পলাতক আসামী মোঃ আব্দুল খালেক (৪৫) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শক্রবার আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :