সয়াবিন তেল খুলে বিক্রি; ব্যবসায়ীর জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৭ PM, ০৭ মার্চ ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোতলজাত সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি ও বাজারে কৃত্রিম সংকট তৈরীর অপচেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌরশহরের গোলাপবাগ বাজারের মা বিপনী স্টোরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিলন কুমার সরকার। ওই ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় বোতল খুলে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন। ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, অতিরিক্ত মুনাফার আশায় সয়াবিন তেলের বোতল খুলে খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে গোলাপবাগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। খোলা বাজারে বিক্রি ও বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্তকর্তা।

আপনার মতামত লিখুন :