সড়ক দুর্ঘটনায় আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক্টর চালক শামিম মিয়াকে (২৩) আটক করেছে পুলিশ। শামিম নওগাঁ সদরের সরাইল গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
নিহতরা হলেন- উপজেলার নাকাইহাট উত্তর পাটোয়া গ্রামের মুঞ্জুরুল প্রধানের মেয়ে শারমিন আক্তার বিউটি (২৬) ও গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ছায়েদ মিয়া (২৮)।
স্থানীয় ও পুলিশের বরাতে জানা গেছে, গোবিন্দগঞ্জ থেকে নাকাইহাটগামী একটি সিএনজি গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের শিববাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫জন যাত্রীর মধ্যে শারমিন আক্তার বিউটি ও ছায়েদ মিয়া গুরুতর আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাদের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী ঘটনা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় ট্রাক্টর সহ চালককে আটক করা হয়। আটক চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি বলে জানান তিনি।

