স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচিকে (৩৬) গ্রেপ্তারের প্রতিবাদে ফের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে দলীয় নেতা-কর্মীরা।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরশহরের মায়ামনিমোড় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে নেতা-কর্মীরা। প্রায় আধাঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় নিরাপত্তা জোরদার করা হয়। শনিবার বেলা পৌনে ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে পৌরশহরের মায়ামনিমোড় থেকে তৌকির হাসান রচিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার সমর্থকরা রাত ৩টা থেকে ঘন্টাব্যাপি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুপাশে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে বাসের যাত্রীরা।
কাজী নজরুল ইসলাম নামের এক বাসের যাত্রী বলেন, এমনিতেই ভাংগাচুরা রাস্তা। ঢাকা থেকে বাসে দীর্ঘ সময় বসে থাকা। এরপর বিনা কারণে ভোগান্তি পোহানো। প্রায় আধাঘন্টা ধরে বাসে বসে ছিলাম।
তৌকির হাসান রচি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলা শাখার যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন। তিনি উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারির মামলায় তৌকির হাসান রচির বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রতিবাদে তার সমর্থকরা মহাসড়কে অবস্থান নেয়। তারা আসামীকে ছেড়ে দেওয়ার দাবী করে। পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে বললে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
এদিকে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আবারো দলীয় নেতা-কর্মীরা মায়ামনিমোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে চলে যায় বিক্ষোভকারীরা। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

