স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; কালীগঞ্জে প্রায় ৭৫ হাজার শিশু হাম-রুবেলা টিকা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডশনের দাবিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের ৬০জন স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলা সরকারি হাসপাতাল চত্বরে ৩ জন স্বাস্থ্য পরিদর্শক, ১০জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৪৩জন স্বাস্থ্য সহকারীরা অবস্থান করে বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২, ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
এরফলে আগামী ৫ ডিসেম্বর থেকে হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম অনিশ্চিয়তার পথে। কালীগঞ্জ উপজেলার ১ বছর থেকে ১০ বছরের প্রায় ৭৫ হাজার শিশু হাম-রুবেলা প্রতিরোধে টিকা খাওয়া থেকে শিশুরা বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলমান থাকবে বলে স্বাস্থ্য সহকারীরা জানান।
কালীগঞ্জ উপজেলা শাখার হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের আহবায়ক স্বাস্থ্য পরিদর্শক মো. নাজমুল হোসেন ভূইয়া জানান, আমাদের এই তৃণমুল স্বাস্থ্য সহকারীদের কাজের অর্জনই আজ বাংলাদেশ টিকাদানে বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ যাবত সাতটি পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সম্মানগুলো অর্জনে একমাত্র কারিগর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিগণ। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে গত এক মাস আগে স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে দেশের সকল সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দাবি পূরণে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

