স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ গাইবান্ধা সাব চ্যাপ্টার এর কার্যক্রমের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ গাইবান্ধা সাব চ্যাপ্টার এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথী গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, স্পেশাল অলিম্পিকস্ সাব চ্যাপ্টার জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

