স্থগিতাদেশ কমিটি দিয়েই কার্যক্রম চালানোর পায়তারা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩১ PM, ১৭ ডিসেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা দর্জি শ্রমিকের স্থগিতাদেশ কমিটি দিয়ে সংগঠনের কার্যক্রম চালানোর পায়তারার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ২০২০ সালের ১৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ-৯০৬) সদস্যদের মতামত উপেক্ষা করে এক তরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে করে সদস্য লিটন সরকার, আঃ মান্নান, মো. সাজু মিয়া ও মো. নুরনবী সহ অন্যরা নানা অনিয়মের অভিযোগ তুলে একই সালের ২ ডিসেম্বর উক্ত ভোট বাতিলের দাবী জানিয়ে রেজিষ্টার অব ট্রেড ইউনিয়নের রাজশাহী কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে ২০২০ সালের ১৭ ডিসেম্বর উক্ত কমিটির কার্যক্রম স্থগিত করে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে দিয়ে সকল কার্যক্রম পরিচালনার জন্য রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমুতাজিদুল ইসলাম স্বাক্ষরিত ৪০.০২.০০০.১০৪.৩৪.৮৫৭.১৯৯১.৯৫৪ (৪) নং স্মারক পত্রে নিশ্চিত করেন।

রেজিষ্টার অব ট্রেড ইউনিয়নের নির্দেশনা উপেক্ষা করে নতুন করে নির্বাচন না দিয়ে স্থগিতাদেশ অবৈধ কমিটি দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার পায়তারা করছে বলে অভিযোগ করেন সদস্যরা।

এ সংক্রান্তে শ্রমিক নেতা সাহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর দিতে পারেননি।

সংগঠনের সদস্যরা অনতিবিলম্বে অবৈধ কমিটির কার্যক্রম পরিচালনার পায়তারা বন্ধ করে নতুন করে নির্বাচনের জোর দাবী জানান।

আপনার মতামত লিখুন :